Online কোথাও কেউ নেই Books Free Download

Itemize Books Concering কোথাও কেউ নেই

ISBN: 9849224444 (ISBN13: 9789849224440)
Edition Language: Bengali
Online কোথাও কেউ নেই  Books Free Download
কোথাও কেউ নেই Hardcover | Pages: 253 pages
Rating: 4.36 | 1665 Users | 67 Reviews

Specify Out Of Books কোথাও কেউ নেই

Title:কোথাও কেউ নেই
Author:Humayun Ahmed
Book Format:Hardcover
Book Edition:Deluxe Edition
Pages:Pages: 253 pages
Published:February 1992 by কাকলী প্রকাশনী
Categories:Fiction. Drama

Commentary Toward Books কোথাও কেউ নেই

মেজাজ খারাপ নিয়ে লিখছি, পড়তে গিয়েও মেজাজ খারাপ হয়েছিল অবশ্য।

কোথাও কেউ নেই প্রথম পড়েছি বড় হয়ে. প্রথমে দেখেছি একদম ছোটবেলায়, নাটক হিসাবে। নাটক? হ্যাঁ, বিটিভিতে। কী দেখেছি, মনে নেই ঠিক। শুধু মনে আছে ছুটকো কিছু দৃশ্য...
তমালিকা কর্মকার করেছিলেন রহস্যময় সাদা ভাড়াটে বাড়ির তিন সুন্দর মেয়ের মধ্যে একজনের চরিত্র, অদ্ভুদভাবে নাকি গলায় কথা বলতেন ইচ্ছাকৃতভাবে। একটা সাদা কুকুর ছিল সে বাড়ির পোষা, বাড়ির মালকিনকে বলা হতো কুত্তাওয়ালী।
আমাদের স্কুলে যাওয়ার পথে এক দোকানের দেয়ালে চিকা মারা হয়েছিল সেসময়।
''বাকের ভাইয়ের মুক্তি চাই, কুত্তাওয়ালীর ফাঁসি চাই''--বহুদিন, বহুবছর ধরে স্কুল থেকে ফেরার পথে সেই দেয়াল লিখন চোখে পড়তো.. মনে আছে।

সেই দেয়াল নেই আর, দোকান ভেঙে বাড়ি উঠেছে বহুতল। আমিও নেই আর ওই শহরে, ওই রাস্তায়, ওই গলিতে। বয়স বেড়েছে ঢের জীবনানন্দের নর -নারীদের, আমারো। তবুও গুডরিডসের হাইপ দেখে বহুসময় পর ফের পড়া হলো কোথাও কেউ নেই।
এবং শেষ করলাম বিরক্ত হয়ে।

একেবারেই ভাল্লাগে নাই? নাহ, ঠিক তা নয়. ভাল লেগেছে।
একটানে, এক বৈঠকে পড়েছি, সেটা দেখেও নিজের কাছে ভাল লেগেছে। অন্ধের মতো যে অভ্যাস ছিল আজীবনের, বই পেলে পৃথিবী ভুলে যাওয়া, এই বয়সে, এতো ব্যস্ত জীবনেও সেই পুরোনো তিথী হারিয়ে যায়নি বলে...

আর ভাল না লাগার অংশ?
একাধিক বার মেয়েমানুষ নিয়ে আপত্তিকর কথাবার্তা।
মেয়েমানুষ চাকরি করে, তাতে কী ক্ষতি হয়, মানসিকভাবে শক্ত সমর্থ মেয়েরা হয় পুরুষালি টাইপ, অতএব তাদের ভাল্লাগে না, মেয়েরা হবে কুসুমকলি, যেমন হওয়া উচিত, টোকা দেয়ার আগেই গায়ে ঢলে পড়বে...
ওহ, সিরিয়াসলি?

কী ছিল হুআর উদ্দেশ্য, এমন টোনে লেখার পেছনে? সার্কাজম?
নাকি অন্তঃনিহিত ইচ্ছে, বিশ্বাস করতেন-ই তাই? শীর্ষেন্দু যেমন 'যাও পাখিতে লেখেন আট-ন বছর তো চমৎকার বটেই, আরেকটু বয়সের তফাৎ হলেই আসলে দাম্পত্যজীবন মধুর হয়। ঐ 'কচি মেয়ে' ফিলোসফি আর কী, বুঝেনই তো। ;)

মামুনের সঙ্গে টানা পেম এবং বহু সাধের বিয়ে ভেঙে যাওয়ায় নিঃসঙ্গ মুনা আর আসন্ন বিয়ের স্বপ্নে উচ্ছসিত বকুলের আনন্দ দেখে হিংসিত মুনা কি বোঝায়; বিয়েই নারীর অবলম্বন?
বোঝায় শক্ত, গৃহবধু টিনাভাবীর যা মত-- সো কলড পুরুষালী, স্বাধীনচেতা, আত্মমর্যাদাসম্পন্ন মেয়েদের পরিণতি আদতে হবে মুনার মতো, যে শেষ পর্যন্ত দূর্বল হয়ে পড়ে পাড়ার রবিন হুড ক্যাটাগরির মাস্তান বাকের ভাইয়ের প্রতি, কারণ সঙ্গী হিসেবে, অবলম্বন হিসেবে তখন তার তার পাশে কোথাও,কেউ নেই?

আরো 'নারীবাদী' বিবমিষা উগড়াব ভেবেছিলাম, স্যারের মুরিদেরা মাব্বে। কাল থেকে অফিসিয়ালি ঈদের ছুটি শুরু, হাতেও ম্যালা কাজ জমা। থাউকগা..

২/৫

Rating Out Of Books কোথাও কেউ নেই
Ratings: 4.36 From 1665 Users | 67 Reviews

Criticize Out Of Books কোথাও কেউ নেই
পডা শেষ করার কিছুদিন পরই হুমাযূন আহমেদের যেকোন বইযের কাহিনী আমার মনে থাকে না! বযাপারটা ভালো, না খারাপ ঠিক বুঝি না মাঝে মাঝে মনে হয, ভালই তো! একই বই পডে একাধিকবার একই রকম আননদ তো পাওযা যাচছে! 'কোথাও কেউ নেই' পরথম পডেছিলাম কলেজে থাকাকালীন সমযটাতে কলেজ লাইবরেরি থেকে ধার করে গতকাল আবার পডতে শুরু করার সময খালি একটা জিনিসই মনে ছিল, এই উপনযাসটায 'বাকের ভাই' নামে একটা কযারেকটার আছে মুনা, বকুল, বাবু, মামুন এরা এবং এদের দিনযাপন আমার কাছে গতবারের মতনই নতুন!!!

A story about how an insignificant someone becomes quite the opposite over a long course of time. This is a must-read for everyone. I give a rate of 4.8, a rarity even to me. I left out 2 points for not making the novel a little more longer.

কিছু কিছু বই পডলে সে সমপরকে লিখতে ইচছা করে কিনতু বইযের ভিতরের শকতি মাঝে মাঝে এতটা বেশি হযে যায যে তখন আশেপাশের পরিবেশেও তার একটা পরভাব ফেলে দেয মন খারাপ করার মত বই নি:সনদেহে বলা যায এরকম বই খুব কমই পডেছি আমি

শেষে গিযে হঠাৎ করে খুব ভালো লেগে গেল বইটা কিছু বযাপার ডিসগাসটিং ছিল সেগুলো অবশযই মেযেদেরকে নিযে তবে এটুকু বলতে পারি বইযের ভিতরে একবার ডুব দিলে আর উঠতে ইচছে করবে না মনে হবে থাক না- ভালোই তো আছি বকুল,বাবু,মুনা কিংবা বাকের ভাই এর সাথে শওকত সাহেব তার পরধান বৈশিষটয মেজাজ কোনো সমযই খুব একটা ভালো থাকে না তার উপর বড মেযে বকুল ইংরেজিতে ২৩ পেযেছে হেডমিসটরেস লিখে দিযেছে বাসায একজন ইংরেজির শিকষক রাখতে তবে বকুল জানে মযাটরিক পরীকষায ফেল করলে করবে পাটিগণিত এর জনয শওকত সাহেবের ছোট ছেলেকে পরাযই দেখা যায ঘর অন

Do not read this work of Humayun if you are emotionally unstable/ depressed/ down or facing trouble. This book will leave you so much disturbed that you'll find it tough to cope with regular activities.Melancholy, maybe, is the most naked and true form of life. I feel terribly uneasy after finishing this at 3 am.

এর থেকে ভালো আর কী হয? ? ?আমাদের ভাগয খারাপ যে হুমাযূন সাহেব এই ধাঁচের লেখা খুব বেশী দিন চালিযে যাননি বা যেতে পারেননিএকের পর এক বযবসা সফল বই পাঠকদের দিতে গিযে এমন উঁচু মান টা বজায রাখতে পারেননি বা রাখেননিবিপণনের এর ভাষায "পরতযাশা খুব বেশি উঁচুতে নিযে গেলে ভোকতা একসময না একসময নিরাশ হবেই" :-/

বিটিভিতে যখন নাটকটা হতো, গভীর আগরহে দেখতাম আমরা বাকেরের ফাঁসি নিযে দেশ জুডে যে অলীক অথচ পরবল পরতিবাদের ঝড উঠেছিলো সেটা ভুলে যাওযার কোনো কারণ নেই তবে সমৃতিকাতরতা থেকে বইটা পডতে বসেছি সেটা বলা ভুল হবে বরতমান অফিসে উপরওযালাদের নিরদেশ সারাকষণ পিসির দিকে তাকিযে থাকতে হবে কাজ না থাকলেও উনারা সিসি কযামেরায চোখ পেতে থাকেন আমরা ঠিকমতো পিসির সামনে বসে আছি কি না দেখতে যখন কাজ থাকে না তখন এই পিসি-টাইমটুকুর সদবযবহার করতে পিসিতে পডার মতো বই খুঁজছিলাম ভাইরাসদুষট বারোযারি পিসিতে কোনো সাইট থেকেই পিডিএফ নামানো

Comments

Popular posts from this blog

Books Jerusalem Delivered Free Download